পঞ্চগড়ে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৩২:১৫

পঞ্চগড়ে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ১০ হাজার লিটার অক্সিজেন সরবরাহের ক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্লান্টের মাধ্যমে একসঙ্গে ১০০ জন রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। করোনা শ্বাসকষ্টসহ অন্যান্য রোগীদের অক্সিজেন সরবরাসহ সাকার এবং অপারেশন থিয়েটারে নাইট্রাস ও এয়ার সরবরাহ করা যাবে এই প্লান্টেশনের মাধ্যমে। গত ছয় মাস পূর্বে এই অক্সিজেন প্লান্ট নির্মানের কাজ শুরু হয়েছিল।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন সরবরাহ। এখন থেকে করোনা রোগীরা পঞ্চগড়ে অক্সিজেন সুবিধা পাবেন। এ ছাড়াও শ্বাসকষ্টের রোগীরাও এই সেবার আওতায় আসবে।

সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রজন্ম/এসকে

এ সম্পর্কিত খবর

সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

ধোনিকে সাক্ষী রেখে তারই রেকর্ড ভাঙলেন রাহুল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

‘বৈশাখী ঝড়’ দিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে‘দোতারা’র

দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি: কাদের

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পঞ্চগড়ে পরিবেশ বান্ধব সাংস্কৃতিক পর্যটনের একটি অন্যান্য প্রত্নস্থল শীর্ষক সেমিনার 

দেওয়ানগঞ্জে এই প্রথম গণ ইফতার বিতরণ করলেন এক ঝাঁক সাংবাদিক

আট হাজার নারী পুরুষ পেলেন জিল্লুর রহমানের ঈদ উপহার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ