প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২১ ০৬:৪৩:৩৯
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ছয় জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। এ ছাড়া এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৬ জনের দেহে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৩২টি নমুনা। শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।
করোনায় মারা যাওয়াদের ছয়জনের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
প্রজন্ম/এসকে
শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা
বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে-এমপি মনোরঞ্জন শীল গোপাল
রৌমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
একের পর এক চক্রান্তের ফাঁদ পেতেছে: সজীব ওয়াজেদ জয়
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হলো জাতীয় শোক দিবস
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে