হাফভাড়ার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২১ ০১:৪৩:৩৬

হাফভাড়ার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

হাসান মাহমুদ, টঙ্গী প্রতিনিধি: টঙ্গীতে যাত্রী পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে কলেজ গেইট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪নভেম্বর) সকাল ১০টা থেকে টঙ্গী সরকারি কলেজ,  টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়, সফি উদ্দিন সরকার একাডেমী ও আশেপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধে অংশগ্রহণ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন যাত্রীরা। 

এ সময় শিক্ষার্থীরা জানান, শুধুমাত্র রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত সরকার মেনে নিয়েছে। তাহলে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা হবে না কেন? যতদিন পর্যন্ত সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা না হবে ততদিন আমরা সড়ক অবরোধের কার্যক্রম চালিয়ে যাবো। 

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী উপ পুলিশ কমিশনার পীযূষ কুমার দে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে আশা করি।

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ