বাংলাদেশের উইকেটে সাফল্যের কৌশল জানালেন শাহীন আফ্রিদি

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯:৪৩

বাংলাদেশের উইকেটে সাফল্যের কৌশল জানালেন শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবধানটা স্পষ্ট। চট্টগ্রাম টেস্ট জিতে নির্ভার পাকিস্তান শিবির। অন্যদিকে, টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে। প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের ব্যাটিং লাইন গুড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানের পেসাররা।

বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। দুই ইনিংস মিলে নিয়েছেন ৭ উইকেট। স্পিন বা ব্যাটিং যেমনই হোক উইকেট, আফ্রিদির মতে জোর ও স্কিল থাকলে এসব উইকেটেও ভালো করা সম্ভব। দ্বিতীয় টেস্টেও আগ্রাসী বোলিংয়ে আগুণ ছড়াতে প্রস্তুত তিনি।

শুক্রবার (৩ ডিসেম্বর) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, দারুণ ছন্দে আছে তারা। সিরিজ জিতেই দেশে ফিরতে চায় পাকিস্তান দল। সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করে আফ্রিদি বলেছেন, ‘ছন্দ খুব ভালো আছে, দলের কম্বিনেশনও দারুণ। ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করবো এবং ভালোভাবে শেষ করবো। এখান থেকে সিরিজ জিতে ফিরবো।’

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৪৯ রানে ৪টি, দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৪টি উইকেট পড়েছে বাংলাদেশের। আফ্রিদি ও হাসান আলি মিলেই টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন স্বাগতিকদের। বিশেষ করে সাইফ হাসানকে দুইবারই অনুমিত বাউন্সারে ঘায়েল করেছেন আফ্রিদি।

বাংলাদেশের অনভিজ্ঞ টপঅর্ডারের উইকেট নেওয়া সহজ কি না জানতে চাইলে বাঁহাতি এ পেসার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে টানা দুই বলে উইকেট নেওয়া কখনোই সহজ নয়। সত্যিই কঠিন। এটির নাম টেস্ট ক্রিকেট। কারণ, এখানে প্রতিটি সেশন ও প্রতিটি মিনিট কঠিন ক্রিকেট হয় ও গুরুত্বপূর্ণ। আমি ফুল লেংথে বল করার চেষ্টা করি এবং উপভোগ করি। বাংলাদেশের ব্যাটারদের উইকেট নেওয়া সহজ নয়। ওদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে।’

বাংলাদেশের উইকেটে বোলিংয়ের কৌশলটাও জানালেন আফ্রিদি। আক্রমণাত্মক বোলিংই তার সফলতার মূল মন্ত্র। এখানে কার্যকর বোলিংয়ের উপায় সম্পর্কে বাঁহাতি এ পেসার বলেন, ‘এশিয়ার সব উইকেটই আসলে কম-বেশি ধীরগতির। লোকে বলে যে স্পিনারদের সহায়তা বেশি মেলে। তবে শক্তপোক্ত হলে ও গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়। ৩ ওভারের স্পেল হোক বা ৫ ওভারের, আগ্রাসী বোলিং করতে চাই। এভাবেই সাফল্য ধরা দিচ্ছে। দ্বিতীয় টেস্টেও আমরা আগের টেস্টের মতো পারফরম্যান্স দিতে চাই।’

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ