যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা।

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২১ ০৫:০৪:৩৫

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা।

মনিরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর শহরের স্টেডিয়াম পাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ শারমিন সুলতানা প্রীতিকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি একই এলাকার মাহবুবুর রহমান সাবুর স্ত্রী। বুধবার (১ ডিসেম্বর)  রাতে এ ঘটনা ঘটেছে।

প্রীতির বাবা মোবারক হোসেনের অভিযোগ, যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী সাবুরের দাবি—পারিবারিক কলহের জেরে প্রীতি আত্মহত্যা করেছে।

মোবারক হোসেন বলেন, ‘মাদকে আসক্ত হয়ে পড়ায় সাবু আমার মেয়েকে আরও ৭ লাখ টাকা আনতে বলে। টাকা আনতে অস্বীকার করায় প্রীতিকে পিটিয়ে যখম করে ঘরে আটকে রেখে তার স্ত্রী কীটনাশক পান করেছ বলে গ্রামে প্রচার করে। ’

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে প্রীতির মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসনীম আলম বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব।’

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ