রায়পুরে সাংবাদিকের উপর হামলার দায়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ০২:৪৫:৪৭ || পরিবর্তিত: ৩০ নভেম্বর, ২০২১ ০২:৪৫:৪৭

রায়পুরে সাংবাদিকের উপর হামলার দায়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির দুই সাংবাদিকের উপর হামলা,ক্যামেরা ও গাড়ি ভাংচুরের দায়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নব নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি হাওলাদার নুরে আলম জিকু রবিবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে মামলার বিষয় নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এর আগে রায়পুর থানায় মামলাটি দায়ের করেন হামলার শিকার হওয়া এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান। মামলায় নাম উল্লেখিত অপর আসামিরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর গ্রামের মোঃ রিপন, মিশর এবং জুয়েল।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোট চলাকালীন সময় রবিবার দুপুরে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাইয়ার চর দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করে ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে ভাংচুর করা হয়। এসময় রাস্তায় থাকা তাদের গাড়িও ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে রায়পুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে ফাঁস হওয়া ফোনালাপের একটি অডিও ক্লিপের অপর প্রান্তের একজন সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার নির্দেশ দেয়ার পরপরই তুমুল হৈ চৈ ও হামলার শব্দ শোনা যায়। পরে আহত অবস্থায় এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান শুভ এবং ইসমাঈল হোসেন বিপ্লবকে উদ্ধার করে স্থানীয়রা। মাহফুজুর রহমান শুভ জানান, ওই অডিও ক্লিপের নির্দেশ দেয়া ব্যক্তিটি নব নির্বাচিত চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু ছিল। তিনি অভিযোগ করে আরো জানান, ওই সময় চেয়ারম্যানের নির্দেশে তার ভাড়াটে বাহিনী হামলা করে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ইতোমধ্যে হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে একজন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ