প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ০৭:১৩:৫৮
তানভীর, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগরের কান্তজিউ মন্দিরের "ঐতিহাসিক রাস উৎসব" উপলক্ষে জনাব মোহাম্মদ রবিউল করিম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাজ দেবোত্তর, দিনাজপুর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। যে যার মত তার নিজের ধর্ম এবং ধর্মীয় উৎসব সমূহ পালন করবে এতে কোনো বাধা-নিষেধ নেই।
তিনি আরো বলেন, কান্তজিউ মন্দির আমাদের দিনাজপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গার সুনাম সারা দেশে রয়েছে। এই সুনাম আমাদের ধরে রাখতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কান্তজিউ মন্দিরের কমিটির সদস্যরা।
প্রজন্মনিউজ২৪/এন হাসান
রৌমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হলো জাতীয় শোক দিবস
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে
পানপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস পালিত
সন্দ্বীপ কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শোক দিবস পালন
ঘোড়াঘাটে শ্রদ্ধা ভরে জাতীয় শোক দিবস পালিত
রামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত