দিনাজপুরে পালিত হলো ঐতিহাসিক রাস উৎসব

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ০৭:১৩:৫৮

দিনাজপুরে পালিত হলো ঐতিহাসিক রাস উৎসব

তানভীর, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগরের কান্তজিউ মন্দিরের "ঐতিহাসিক রাস উৎসব" উপলক্ষে জনাব মোহাম্মদ রবিউল করিম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাজ দেবোত্তর, দিনাজপুর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জনাব খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। যে যার মত তার নিজের ধর্ম এবং ধর্মীয় উৎসব সমূহ পালন করবে এতে কোনো বাধা-নিষেধ নেই। 

তিনি আরো বলেন, কান্তজিউ মন্দির আমাদের দিনাজপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গার সুনাম সারা দেশে রয়েছে। এই সুনাম আমাদের ধরে রাখতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কান্তজিউ মন্দিরের কমিটির সদস্যরা।

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ