প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ০৫:৫৫:২৯
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবং অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটের পাশাপাশি অভিনয়েও দিকেও আগ্রহ আছে তার। এক সময়ের পৌস্টার বয় লিটল মাস্টার আসরাফুলকে হরহামেশায় দেখতে পাওয়া যেত বিজ্ঞাপনের অভিনয়ে। এবার নাটকে পা দিচ্ছেন তিনি।
২০১০ সালে টি টোয়েন্টি নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন তিনি। খেলার পাশাপাশি যে তিনি অভিনয়টার বেশে পারেনা তাও দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন আশরাফুল।
নাটকের নাম ‘গোল্ডেন সিক্স’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে রাজধানীর কয়েকটি লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এর আগেও তারিক ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম। প্রথমবার সেভাবে বুঝতেই পারিনি অভিনয় কেমন করে করতে হয়। কিন্তু এবার অনুশীলনও করতে হয়েছে। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি পরবর্তী পর্বগুলোর শুটিং পরিকল্পনা মতোই হবে। ’
নির্মাতা সূত্রে জানা গেছে, গোল্ডেন সিক্স নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে।
প্রজন্মনিউজ২৪/টিএফ
শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা
বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে-এমপি মনোরঞ্জন শীল গোপাল
রৌমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
একের পর এক চক্রান্তের ফাঁদ পেতেছে: সজীব ওয়াজেদ জয়
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হলো জাতীয় শোক দিবস
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে