শৈলকুপায় অনিবন্ধিত মোটরসাইকেল ধরতে পুলিশের অভিযান

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ০৪:১১:১৭

শৈলকুপায় অনিবন্ধিত মোটরসাইকেল ধরতে পুলিশের অভিযান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরতে বিশেষ অভিযানে নেমেছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশসহ থানা পুলিশ। বৃহস্পতিবার, (২৫ নভেম্বর) দিনব্যাপী নিবন্ধনবিহীন ৩৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ২০টি যানবাহনের মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ট্রফ্রিক ইন্সপেক্টর সালাউদ্দিন ও শৈলকুপা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে জেলাব্যাপী ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনায় নেমেছেন। এরই ধারাবাহিকতায় শৈলকুপায় অভিযান পরিচালনা করা হয়েছে।

উক্ত অভিযান চলাকালে নিবন্ধনবিহীন ৩৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ