হাঁটতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ০২:৩৭:৩৫

হাঁটতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধী: বয়সটা ৭৫ ছুই ছুই। এলেম মালিতা প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে কালাপাড়িয়া-কুলবাড়িয়া সড়কে হাঁটছিলেন। রাস্তার সঠিক ভাবেই যাচ্ছিলেন তিনি কিন্তু পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা ইজিবাইক ধাক্কা দেয় তাকে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা ভর্তি করান হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে।  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এমনি ঘটনা ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কালাপাড়িয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায়।

এলেম মালিতা (৭৫) ঐ এলাকার মৃত-বুদই মালিতার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি সকালে হাটতে বের হন। তিনি কালাপাড়িয়া-কুলবাড়িয়া সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিদা তাসনিন স্মৃতি জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহত ব্যক্তিকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


প্রজন্মনিউজ২৪/টিএফ

এ সম্পর্কিত খবর

গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসঙ্ঘ

কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট

তাপপ্রবাহের এলাকা আরও বাড়বে

চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

ফরিদপুরে দুই শ্রমিক হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ