স্বজনদের সাথে দেখা করতে এসে পথ ভুলে আটক রোহিঙ্গা যুবক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১২:৪০:২০

স্বজনদের সাথে দেখা করতে এসে পথ ভুলে আটক রোহিঙ্গা যুবক

নোয়াখালী প্রতিনিধি:উখিয়া কুতুবপালংক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।  

পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নূর আলম (৩০) সে কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে।
 
বুধবার (২৪ নভেম্বর) বিকেলে তাকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরো জানান, রোহিঙ্গা যুবক নূর আলম নোয়াখালীর হাতিয়ার ভাসারচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনদের সাথে দেখা করতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। যাত্রা পথে ভুলে সে সেনবাগের কানকির হাটে চলে আসে। এ সময় স্থানীয় লোকজন তাকে দেখে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর সেনবাগ থানা থেকে রাত সাড়ে ৯ টার দিকে তাকে সুধারাম মডেল থানায় প্রেরণ করা হয়। পরবর্তীতে সুধারাম মডেল থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।  

প্রজন্মনিউজ২৪/আল-নোমান   

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ