জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ০৪:২৪:৫২

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) এ ফল প্রকাশ করা হয়।

ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের ২১০ ও ছাত্রীদের ২০০ আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

গত ২১ ও ২২ নভেম্বর ১০ শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ২০২ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় ৩৪ হাজারের মতো ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১ হাজারের মতো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলেও জানান অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এদিকে বিশ্ববিদ্যালয়ে চলতি সেশনে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭-১২ ডিসেম্বর নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি হতে পারবে।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ