বুলগেরিয়ার চলন্ত বাসে আগুন, নারী ও শিশুসহ নিহত ৪৫

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১২:১০:২৩

বুলগেরিয়ার চলন্ত বাসে আগুন, নারী ও শিশুসহ নিহত ৪৫

বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ জানিয়েছেন, বাসটি দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। মৃত্যুদের মধ্যে অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্ভেৎলান স্তোয়েভ। ভুক্তভোগীদের সহযোগিতা দিতে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: রয়টার্স, বিবিসি

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ