চমক দিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ১০:৪৬:৪২

চমক দিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো আজ। সীমিত ওভারের ফরম্যাটের সিরিজ শেষেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে পাকিস্তানের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল জানিয়েছে বিসিবি। দলে চমক দিয়ে দুজনকে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তারা হলেন মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। জাতীয় দলের যে কোনো সংস্করণেই প্রথমবার সুযোগ পেলেন এই দুজন।

আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পাওয়ায় টেস্ট দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। একই কারণে দলে নেই ওপেনার তামিম ইকবাল ও পেসার শরিফুল ইসলাম।


তবে চোট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া সাকিব আল হাসানকে দলে রেখেছে বাংলাদেশ। যদিও তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর।

বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইয়াসির চৌধুরী রাব্বি, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।

প্রজন্ম/এসকে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ