চরফ্যাশনে দোকানের তালা ভেঙ্গে লাখ টাকার পণ্য চুরি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ১০:৪৮:১৫

চরফ্যাশনে দোকানের তালা ভেঙ্গে লাখ টাকার পণ্য চুরি

হাবিবুর রহমান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দক্ষিণ জনপদ জাহানপুর ইউনিয়নের জলিল বেপারির বাজারে ১৩ নভেম্বর দিবাগত রাতে লিটন মার্কেটের নীচতলায় অবস্থিত ইকবাল খলিফার কাপড়ের দোকানের তালা ভেঙে কয়েক লাখ টাকার শাড়ী, থ্রিফিজ লুঙ্গি সহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।

দোকানের মালিক ইকবাল খলিফা সাংবাদিককে বলেন, আমি ১৩ নভেম্বর রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়। পরদিন ১৪ নভেম্বর সকাল ৮ টায় দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাংচুর করা। ভেতরে প্রবেশ করে দেখি প্রতিটি তাক খালি শাড়ি, থ্রিফিজ অন্যান্য মালামাল কিছুই নেই। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, বিভিন্ন সংস্থা এনজিও থেকে লোন নিয়ে দোকানে মালামাল সংগ্রহ করেছি। আমি কিভাবে তাদের লোন পরিশোধ করবো।

তিনি আরও বলেন, বাজারে নিয়োজিত পাহারাদারকে নিয়মিত বেতন দেয়, অথচ তারা থাকতেও রাতে চুরি হচ্ছে। চোরের সাথে তাদের যোগসাজশ থাকতে পারে।

এ ব্যাপারে জানতে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সেলফোনে ফোন দিলে রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া যায়নি।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ