প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ০৬:২৮:৪৯
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে গুপ্তমুদ্রা এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোনও বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু আন্তর্জাল বা ইন্টারনেট জগতেই বিদ্যমান। ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো সম্পদের ব্যবহার মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার ধর্মীয় সংস্থা ন্যাশনাল উলেমা কাউন্সিল (এমইউআই)। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি মুসলিমদের জন্য বৈধ কি না- সে সম্পর্কিত সিদ্ধান্তে আসতে আলোচনা চলছিল এমইউআইয়ে। বৃহস্পতিবার এ বিষয়ে সংস্থার অভ্যন্তরীণ বৈঠকে শুনানিও হয়।
শুনানি শেষে উলেমা কাউন্সিলের প্রধান আসরোরান নিয়াম শোলেহ বলেন, যেহেতু ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থার মধ্যে এক প্রকার অনিশ্চয়তা আছে, তাই এটি মুসলিমদের জন্য নিষিদ্ধ। কারণ, ইসলামে বাজি ধরা বা অনিশ্চিত উপায়ে অর্থ উপার্জন (জুয়া) নিষিদ্ধ।
তবে, পণ্য বা ডিজিটাল সম্পদ হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থায় যদি ইসলামি শরিয়া মেনে চলার কোনো ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে এটি মুসলিমদের জন্য বৈধ হবে বলেও উল্লেখ করেছেন উলেমা কাউন্সিলের প্রধান।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার ন্যাশনাল উলেমা কাউন্সিল বা এমইউআই সমাজে শরিয়া বিধিবিধান প্রচলনের দেওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও ব্যাংক ব্যাবস্থাও শরিয়া অনুযায়ী পরিচালনা করার দাবি জানিয়ে আসছে।
যদিও এমইউআইয়ের সাম্প্রতিক ঘোষণায় ইন্দোনেশিয়াজুড়ে ক্রিপ্টোকারেন্সিভিত্তিক বাণিজ্য ও কার্যক্রম বন্ধ হয়ে যাবে- এমন সম্ভাবনা নেই, তবে এই অর্থব্যবস্থার সঙ্গে যুক্ত মুসলিমদের জন্য স্বাভাবিকভাবেই এই ফতোয়া কিছুটা হলেও চাপ তৈরি করবে বলে মনে করছে ব্লুমবার্গ।
প্রজন্মনিউজ২৪/টিএফ
আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম
আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম
মসজিদের টাকা আত্মসাতকারীর বিচারের দাবীতে মানববন্ধন
বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
যৌন কর্মীদের আইনগত স্বীকৃতি দিয়েছে ভারতীয় আদালত
গাইবান্ধায় অচেনা প্রানীর আক্রমনে ৪০ জন আহত
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন ,মেয়র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ: ইউরোপের ইতিহাসে একটি দর্শনীয় ফাইনাল
আইপিএল : দুই রয়্যালসের মেগা দ্বৈরথ দেখতে উদগ্রীব ক্রিকেট প্রেমিরা