প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২১ ০৫:০৭:৫২
প্রতিটি মানুষ আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি। কেউ আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারে না। এক হাদিসে অসহায়ত্ব ও দুর্দিনে আল্লাহর সাহায্য লাভের তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে। একাধিক আয়াত ও হাদিসে আমল তিনটির সপক্ষে প্রমাণ পাওয়া যায়। এখানে সেই তিনটি আমল উল্লেখ করা হলো-
এক. আল্লাহর কাছে দোয়া করা
আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মুমিনের হাতিয়ার। দুর্দিনে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। ইরশাদ হয়েছে, ‘বরং তিনিই আর্তের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং বিপদ দূর করেন।...’ (সুরা নামল, আয়াত : ৬২)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২২৮৯)
দুই. নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাওয়া
নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন।’ (সুরা বাকারা, আয়াত : ৪৫)
হুজাইফা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ১৩১৯)
তিন. নিষ্ঠার মাধ্যমে সাহায্য নিয়ে আসা
ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয়। বিপরীতে যারা লোকদেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়।
পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, ‘তোমরা তাদের মতো হবে না যারা দম্ভভরে ও লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন।’ (সুরা আনফাল, আয়াত : ৪৭)
প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন
বিজিবিতে চাকরির সুযোগ, হতে হবে অবিবাহিত
মুরাদনগর আল্লাহর ৯৯ টি নামের দৃষ্টিনন্দন আল্লাহু চত্তর
বিটার অরেঞ্জ ট্রি - বাড়ি থেকে অনেক দূরে একটি জীবন
আইপিএলে সুযোগ পেলে বাবর হতেন মুম্বাইয়ের, রিজওয়ান হতেন কোহলির সঙ্গী
'হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে হতবাক হয়ে যাবে ইসরায়েল'
তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলেছেঃইসরায়েল
জলবায়ু অর্থায়ন অবশ্যই কপ২৭ আলোচনায় আলোচ্যসূচির শীর্ষে থাকবেঃমিশর