ম্যান বুকার পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার ড্যামন

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২১ ০৫:০৮:০৪

ম্যান বুকার পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার ড্যামন

দক্ষিণ আফ্রিকার কথাসাহিত্যিক ড্যামন গ্যালগাট এবার ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। তিনি ‘দ্য প্রমিজ’ উপন্যাসের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন। আগে তিনি ২০০৩ ও ২০১০ সালে শর্টলিস্টেড হয়েছিলেন।

জানা যায়, বুকার পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। যা বাংলাদেশি অর্থমূল্যে ৫৮ লাখ ৪২ হাজার টাকা।

ড্যামনের লেখালেখি শুরু ১৭ বছর বয়সে। তিনি মূলত উপন্যাস ও নাটক লেখেন। তার আট নম্বর বই ‘আর্কটিক সামার’র জন্য ‘সানডে টাইমস’র পুরস্কার পেয়েছেন।

তার শেষ উপন্যাসে দক্ষিণ আফ্রিকার একটি শ্বেতাঙ্গ কৃষক পরিবারের গল্প বলেছেন। ‘দ্য প্রমিজ’ উপন্যাসের কাহিনি শুরু হয় ১৯৮৬ সালে। চার দশক ধরে তারা দক্ষিণ আফ্রিকায় আছেন। সেই পরিবারের নারীর মৃত্যুকালীন ইচ্ছা বা প্রতিশ্রুতি ছিল, তাদের সম্পত্তি থেকে একটি বাড়ি এক কৃষ্ণাঙ্গ নারীকে উপহার দিতে হবে।

যে নারী সারাজীবন শ্বেতাঙ্গ পরিবারে কাজ করেছেন। কিন্তু মায়ের শেষ ইচ্ছাপূরণ করা নিয়ে সন্তানদের মধ্যে মতবিরোধ শুরু হয়।

মূলত বর্ণবিদ্বেষী রাষ্ট্রের পতন হয়েছে। কিন্তু মানসিকতায় বর্ণবিদ্বেষ এখনো আছে। এটাই ছিল এ উপন্যাসের মূলতত্ত্ব। আইনে বর্ণবাদ নিষিদ্ধ হলেও মানুষের মনোজগতে এখনো রয়ে গেছে, যা অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করছে।

বইটি গত জুন মাসে যুক্তরাজ্য থেকে প্রকাশিত হওয়ার পরই প্রশংসা কুড়াচ্ছে। ৫৭ বছর বয়সী ড্যামন গ্যালগাট দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন।

সূত্র: ডয়েচে ভেলে ও বিবিসি

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ