কলম্বিয়ার শীর্ষ ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ১২:০১:০৫

কলম্বিয়ার শীর্ষ ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার

কলম্বিয়ার শীর্ষ মাদক চোরাচালাকারী ও দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা দাইরো আন্তানিও উসাগাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 কলম্বিয়ার এই মাদক সম্রাট ওতোনিয়েল নামে বেশি পরিচিতি। তাকে ধরিয়ে দেওয়ার জন্য কলম্বিয়া সরকার আট লাখ ডলার পুরষ্কার ঘোষণা করে। যেখানে যুক্তরাষ্ট্রে তার মাথার দাম ৫০ লাখ ডলার।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে ওতোনিয়েলের গ্রেপ্তার হওয়ার পর তা টেলিভিশনে সম্প্রচার করেছেন। তিনি বলেন, “এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এটা। যাকে শুধু ১৯৯০ এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গেই তুলনা করা যায়।”
প্রজন্মনিউজ২৪/কে.জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ