তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে: রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ০৩:৪১:০৭

তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, ‘সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে। আমরা সামনের দিনগুলোতে সিলেটের সঙ্গে তুর্কি এয়ারলাইন্সের সরাসরি বিমান চলাচল, ট্যুরিজম বৃদ্ধি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি সম্পাদন করবো।’

শনিবার (২৩ অক্টোবর) সকালে শাবিপ্রবির প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।


শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন প্রফেশনার কর্মশালার জন্য একসঙ্গে কাজ করবো।’


এসময় উপাচার্য ফরিদ উদ্দিন আহমদে বলেন, ‘শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এ বছর আমরা প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষার আয়োজন করছি। এছাড়াও প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছি। এ বিশ্ববিদ্যালয় সুশাসনের অন্যতম রোল মডেল।’

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, তুরস্কের কনসোল জেনারেল সালাউদ্দিন কাসেম খান, তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহকারী পরিচালক আহম্মেদ ফারুক মোস্তাকঅলু উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/ নাএমউ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ