রাশিয়ায় বিস্ফোরক কারখানায় আগুন, নিহত ১৫

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ০৯:১৪:১৫ || পরিবর্তিত: ২২ অক্টোবর, ২০২১ ০৯:১৪:১৫

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় আগুন, নিহত ১৫

রাশিয়ার একটি বিস্ফোরক কারখানায় আগুন লেগে ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন। বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

রিয়াজান নামের ওই অঞ্চলের গভর্নমেন্ট জানিয়েছেন, একজনের ভাগ্যে কী ঘটেছে এখনো জানা যায়নি। গুরুতর অগ্নিদগ্ধ একাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পিজিইউপি ইলাস্টিক কারখানায় ‘প্রযুক্তিগত প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের’ কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

কারখানাটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে লেসনো নামে একটি গ্রামে অবস্থিত। সেখানে শিল্পকাজে ব্যবহৃত বিস্ফোরক উৎপাদন হতো বলে জানা যায়।

রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে ১৭০ জনের বেশি উদ্ধারকারী পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের প্রধান রুশ বার্তা সংস্থা টাসকে জানিয়েছেন, ঘটনার সময় কারখানার ভেতরে অন্তত ১৭ জন কর্মী ছিলেন।

প্রজন্ম/এসকে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ