দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ০৪:০৩:২৮ || পরিবর্তিত: ২২ অক্টোবর, ২০২১ ০৪:০৩:২৮

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

তানভির, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানার ফুলবাড়ী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর আয়োজন করে ফুলবাড়ী সরকারি কলেজ কর্তৃপক্ষ।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, উপাধ্যক্ষ মোঃ আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আলী বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা মেধা শূন্যতার দিকে ঢলে পড়েছে। ছাত্র-ছাত্রীদের উচিত নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা। কলেজের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ক্লাস হবে। এজন্য সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।

তিনি আরোও বলেন, কলেজের কোন বিষয়ে দালাল চক্রের হাতে পড়া যাবে না। দালালেরা আপনাকে ভুলভাল বুঝিয়ে অনেকগুলো টাকা নিয়ে আপনাকে ঠকাবে। সুতরাং আপনার আপনাদের প্রত্যেকটি বিষয় কলেজ কর্তৃপক্ষের নিকট জানাবেন।

প্রোগ্রামে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষকরাসহ আরো অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষকগণ বক্তব্য রাখেন।

প্রজন্মনিউজ২৪/কে.জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ