চৌমুহনীতে মন্দিরে হামলার,র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১ ০৩:০৮:৩২

চৌমুহনীতে মন্দিরে হামলার,র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সনাতন ধর্মালম্বীদের মন্দির, পূজা মন্ডপ ও বাড়ি ঘরে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৭টি মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।
 
গ্রেফতারকৃতরা হলেন,   সোহরাব  হোসেন ,মানু,হারুন অর রশিদ, নিজাম উদ্দিন,রাসেল, আবদুল মোতালেব বাবুল,সাহাদাত হোসেন,গোলাম কিবরিয়া, আনোয়ারুল আজিম।  গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বেগমগঞ্জ উপজেলাসহ আশপাশ এলাকার  বাসিন্দা।

বৃহম্পতিবার (২১ অক্টোবর) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে এক সংবাদ সম্মেলনে সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।  ।

তিনি বলেন ,  ঘটনার সময়  সিসি টিভি ফুটেজ ও ভিডিও স্থীরচিত্রের মাধ্যমে সনাক্ত পূর্বক সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে হামলা ঘটনায় রুজুকৃত  ৭টি মামলার  ৯জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার  কথা স্বীকার করেন। এ অভিযান অব্যাহত থাকবেলও তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।

প্রজন্মনিউজ২৪/আল-নোমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ