জয়ে খুশি আমরা, তবে উন্নতির প্রয়োজন : মাহমুদউল্লাহ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২১ ০৩:২২:০০

জয়ে খুশি আমরা, তবে উন্নতির প্রয়োজন : মাহমুদউল্লাহ

বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে ওমানের বিরুদ্ধে ২৬ রানের জয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরেছে। দলের সবাই খুশি বিশ্বকাপে টিকে থাকতে পেরে। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করছেন, কিছু জায়গা উন্নতি করা দরকার।

 

কাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘এই ম্যাচ জয়ে আমরা খুব খুশি; কিন্তু আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে। আশা করি, সবাই (সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই) খুশি।’

দর্শকদের ধন্যবাদ জানান রিয়াদ। তিনি বলেন, ‘দর্শকদেরও ধন্যবাদ তারা এখানে খেলা দেখতে এসেছেন এবং আমাদেরকে জয়ী দেখতে চেয়েছেন। দেশের জন্য জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সাকিব-নাইমের প্রশংসা করে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিব এবং নাইম দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুন পার্টনারশিপ করেছে, যা আমাদের ১৫০ পেরোতে সহায়তা করেছে; কিন্তু আমাদের নতুন বলে আরো ভালো বোলিং করা উচিত ছিল। অনেকগুলো ওয়াইড দিয়ে ফেলেছি।’

পরের ম্যাচে আর ভুল করতে চান না টাইগার দলপতি। তিনি বলেন, ‘ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করতে হবে। আমি মনে করি, আমাদের ডেথ বোলিং ভালোই হয়েছে। মিডল ওভারে আমরা খেলায় ফিরেছি; কিন্তু প্রথম ছয় ওভারে ব্যাটিং ও বোলিং দুজায়গাতেই আমাদের উন্নতি করতে হবে।’

প্রজন্মনিউজ২৪/এন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ