কেরালায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৫ দাঁড়িয়েছে

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১ ০৭:২৯:৩০ || পরিবর্তিত: ১৯ অক্টোবর, ২০২১ ০৭:২৯:৩০

কেরালায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৫ দাঁড়িয়েছে

ভারতের কেরালায় টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। মৃত্যুর সংখ্যার আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে আরও বলা হয়, বন্যায় রাজ্যের অধিকাংশ রাস্তা-ঘাট ডুবে গেছে। উপকূলীয় এলাকায় এখনও অনেক মানুষ আটকে রয়েছেন। ইতোমধ্যে রাজ্যের ১১টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ সহায়তা।

উল্লেখ্য, কেরালায় ভয়াবহ বন্যা হানা একেবারেই নতুন নয়। রাজ্যটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০১৮ সালে। ওই বছর প্রায় ৪০০ জন নিহত ও ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন। 

প্রজন্ম/ এসকে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ