চাপের মুখে সাড়ে ৫ হাজার গণতন্ত্রকামীকে মুক্তি দিবে মিয়ানমার

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১ ০৯:৪৯:২৪

চাপের মুখে সাড়ে ৫ হাজার গণতন্ত্রকামীকে মুক্তি দিবে মিয়ানমার

ক্রমেই চাপ বাড়ছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উপর। দেশটিতে গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করছে, এমন টালমাটাল পরিস্থিতিতে জান্তাবিরোধী বিক্ষোভের কারণে আটক ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা।

সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বলা হয়েছে, আটক হওয়া এসব বন্দিদের মানবিক কারণে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে মুক্তি দেওয়া হবে তাদের।

‘থাডিঙইয়ুত উৎসব’ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তবে মুক্তি পেতে চলা বন্দিদের তালিকায় কাদের নাম রয়েছে এবং কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শাসনভার নিজের হাতে তুলে নেয় সেনাবাহিনী। রাজনৈতিক নেত্রী অং সান সু চি-সহ তার সরকারের অন্য প্রতিনিধিদের গ্রেফতার করা হয়। 
প্রজন্মনিউজ২৪/কে.জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ