সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক, বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১ ০৩:৪২:০০

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক, বিচারের দাবিতে মানববন্ধন

জহিরুল, ক্যাম্পাস প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমান এর সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাস চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ১৬ই অক্টোবর শনিবার গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান বলেন, আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সাথে একাত্বতা পোষন করি এবং আমিও মনে করি এটি একটি মহত্যাকান্ড। সড়কে যে বিশৃঙ্খলা চলছে তার  অবসান চাই। তিনি আরো বলেন, ড্রাইভারের বেখেয়ালিপনার জন্য একজন মেধাবী শিক্ষক কে হারাতে হয়েছে। তাই এই ঘটনার দ্রুত বিচার চাই। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয় তাহলে এই মাঠি এবং এখানকার ছাত্রদের সাথে অন্যায় করা হবে।

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে মো জাহাঙ্গীর আলম বলেন, দুঃখের সাথে বলতে চাই আমাদের স্যার আমাদের কে শিখিয়েছেন কিভাবে শান্তিপূর্ণ ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আরো বলতে চাই আমাদের স্যার আজ চারদিন হয়েছে মারা গেছে, অথচ সেই ঘাতক বাস ড্রাইভার কে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা চুপ করে আছি বলে এটা ভাবা ভুল হবে আমরা দমে গেছি।

তিনি প্রশাসনের কাছে দাবি জানান দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘাতক ড্রাইভারের শাস্তি নিশ্চিত করা যাতে ভবিষ্যতে আরকোন ড্রাইভার বেপরোয়া ভাবে গাড়ি না চালায়।

উল্লেখ্য, গত ১৩তারিখে বশেমুরবিপ্রবির শিক্ষক রাজিবুর ও তার পরিবার ভ্যানে করে যাওয়ার সময় দ্রুত গামি একটি বাস তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে রাজিবুর রহমান নিহত হন।

প্রজন্মনিউজ২৪/এন হাসান

এ সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ