দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ১২:৩০:১৬ || পরিবর্তিত: ১৪ অক্টোবর, ২০২১ ১২:৩০:১৬

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রজন্মনিউজ ডেস্ক: আবুধাবিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এটিই শেষ প্রস্তুতি ম্যাচ টাইগারদের।

এ ম্যাচে দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও স্ট্যান্ডবাই থেকে মূল দলে সুযোগ পাওয়া রুবেল হেসেন। এদিকে চোটের কারণে এ ম্যাচেও খেলছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই এ ম্যাচেও দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। আর আইপিএলের ফাইনাল খেলতে আপাতত কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান।

আইসিসির টেলিভিশন প্রোডাকশন না থাকায় এ ম্যাচটিও দেখা যাবে না কোনও টেলিভিশন চ্যানেলে।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। তার আগে ওমান 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ