লক্ষ্মীপুরে মুদি দোকান থেকে ২২ গোখরা সাপ উদ্ধার

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২১ ১০:১১:২৭

লক্ষ্মীপুরে মুদি দোকান থেকে ২২ গোখরা সাপ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:-লক্ষ্মীপুরের  রায়পুর উপজেলার উত্তর চরবংশীর মুদি  দোকান থেকে বেরিয়ে এলো ২২টি বিষধর গোখরা সাপ।

ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঢালীর মুদি দোকানে।স্থানীয় সূত্রে জানা যায়,দোকানে চা খাওয়ার সময় এক ব্যক্তির  পায়ে একটি গোখরা  ছোবল দেয়।তার কিছুক্ষণ পর থেকেই গর্ত থেকে বেরিয়ে আসে  ২২ বিষধর গোখরা।

এরপর স্থানীয় লোকজন ওঝাকে খবর দিলে তিনি এসে সাপ গুলো উদ্ধার করেন।এরপর বিকালবেলা  সাপগুলো উদ্ধার করে মেরে ফেলে গর্ত করে পুঁতে ফেলা হয়।

স্থানীয়রা আরোও জানান, সাপগুলো মেরে ফেলা হলেও মা সাপটি ধরতে পারেননি তারা।

ওঝা সাপগুলোকে গোখরা বলে চিহ্নিত করেন। তিনি বলেন,বিষাক্ত এ সাপটি গুলোই ফসলের ক্ষেত, জলাভূমি, বন ও মানুষের বসতিতে বাস করে।

 সাধারণত জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্ত্রী সাপ ১০-৩০টি ডিম পাড়ে। ডিম না ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত মা সাপ ডিমের সঙ্গে থাকে। নিশাচর এ সাপটি মাছ, ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, ছোট সাপ ইত্যাদি খেয়ে থাকে।
প্রজন্মনিউজ২৪/কে.জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ