জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৫:৫৯

জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

প্রজন্মনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কুইরোগা।

আজ বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট দপ্তরের পাঠানো বিবৃতি বলা হয়েছে, কুইরোগা বর্তমানে ভালো আছেন। ব্রাজিলের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

কুইরোগা সিএনএন ব্রাজিলকে জানান, তিনি অন্যান্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র ত্যাগ না করে, সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন। অন্যান্য দেশ থেকে অংশ নেওয়া কেউ যাতে করোনার ঝুঁকিতে না পড়েন, সেজন্য ব্রাজিলের কয়েকজন প্রতিনিধি বৈঠকে অংশ নেননি।

কুইরোগা একজন কার্ডিওলজিস্ট। এ বছরের শুরুতে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
সূত্র: দ্য ডেইলি স্টার

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ