অজ্ঞান পার্টি হইতে সাবধান!!

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১ ০৬:২২:৫৭

অজ্ঞান পার্টি হইতে সাবধান!!

 সন্দ্বীপ প্রতিনিধি: বাহির থেকে আমরা যা ভাবি কিন্তু ভেতরে তার উল্টো। কয়েকদিন আগে নিখোঁজ ব্যবসায়ী হাফেয কামরুল হাসানের সন্ধান চেয়ে অনলাইনে পোষ্ট করা হয় এবং পুলিশের কাছে আইনি সহায়তা জন্য থানায় যাওয়া হয়। আমাদের অনেকের ধারণা ছিল এটি নিছক একটি ঘটনা কেননা কয়েক দিনের মধ্যে সন্দ্বীপ গাছুয়া ইউনিয়ন থেকে দু-জন ভদ্র লোক পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যা নিয়ে পরিবারের অবর্তমানে শহরে আসে। তাদের ঘটনা যখন নিছক দুর্ঘটনায় রূপ নেয় ঠিক সেসময় ব্যবসায়ী কামরুল নিখোঁজ হয়ে তার ঘটনাটি সেদিকে মোড় নেয় এবং অনেকের কাছে যথাযথভাবে গুরুত্ব হারায়!

সত্যিকার অর্থে কামরুল হাসান ভাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এবং চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর ওনার সন্ধান ঢাকায় শ্যামলীতে পাওয়া যায় তখন তিনি অনেকটা অচেতন অবস্থায় ছিলেন এবং শারিরীকভাবে তিনি খুব দুর্বল ছিলেন। বর্তমানে চট্টগ্রাম একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসায় অবস্থায় আছেন। এরমধ্যে তার নগদ ৮০ হাজার টাকা দুটি স্মার্ট ফোন এবং দোকানের মালপত্র অজ্ঞান পার্টি নিয়ে যায়।

ওনার ভাষ্যমতে, সন্দ্বীপ থেকে কুমিরাতে আসার পর মেইন রোডে তিনি চলে  আসেন এবং সেখানে একটি যাত্রী অপেক্ষারত মাইক্রো কার দেখতে পান এবং গাড়ির ড্রাইভারের অনুরোধে তিনি সে গাড়িটিতে উঠেন। উঠার সময় তিনি একজন যাত্রী দেখতে পান তারপর দু-জন যাত্রী নিয়ে ড্রাইভার গাড়িটি শহরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। পথের মধ্যে পূর্বে বসার যাত্রীটি কামরুল ভাইয়ের সাথে আলাপ জুড়িয়ে দেন এর ফাঁকে ওনার ব্যক্তিগত বিষয় জেনে নেন। কিছুদূর আসার পর পূর্বের যাত্রীর বন্ধু বলে আরেকজন যাত্রী গাড়িতে তুলে নেন এবং ঐ লোকটি উঠার সময় তিনটি আমড়া ফল নিয়ে উঠেন। মাঝ পথে সুসম্পর্ক হওয়ার কারণে কিছু চিন্তা না করে কামরুল ভাই ওদের দেওয়া আমড়া খান এরপর থেকে ওনার আর কিছু মনে নেই।

প্রজন্মনিউজ২৪/এন হাসান

এ সম্পর্কিত খবর

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের

সিমান্তে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ

র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেফতার

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২৬ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী মোদির বাড়ি ঘেরাও কে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি

মন্ত্রীরা মানুষের কষ্ট নিয়ে উপহাস করছে : এবি পার্টি

উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ ভারতের আদালতের

ইফতার পার্টি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী

পোষাক শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাপার আরও ১০ নেতাকে অব্যাহতি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ