পাকিস্তান সফর বাতিলের ঘটনাটি অত্যন্ত লজ্জার : উইলিয়ামসন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১ ১১:২২:৫৮

পাকিস্তান সফর বাতিলের ঘটনাটি অত্যন্ত লজ্জার : উইলিয়ামসন

প্রজন্মনিউজ ডেস্ক: ই-মেইল বার্তায় হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগেই পাকিস্তান সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঘটনাটি খুবই লজ্জার বলে মনে করেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলার জন্য পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলে ছিলেন না উইলিয়ামসন। বর্তমানে মরুরদেশে আছেন তিনি। নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের ঘটনা মরুর দেশে বসেই দেখেছেন উইলিয়ামসন। পুরো ঘটনাই লজ্জাজনক বলে মনে হয়েছে কিউই অধিনায়কের।

তিনি বলেন, ‘কী হয়েছে আমি ওই ঘটনার বিস্তারিত জানি না। এটি হঠাৎ সিদ্ধান্ত ছিল, কিন্তু স্পষ্টতভাবেই সেটি লজ্জার বিষয়। পাকিস্তানে ক্রিকেট একটি আবেগের বিষয় এবং তাদের সমর্থকরা দুর্দান্ত।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ছেলেরা সিরিজটি খেলতে না পারার জন্য হতাশ এবং সেখানে আবেগের বিষয় রয়েছে। কিন্তু আইপিএলের জন্য দুবাইতে থাকায়, আমি বিস্তারিত জানি না। আমি আগামী কয়েক দিনের মধ্যে এই সম্পর্কে আরো কিছু জানতে পারবো।’

সফর বাতিল করায়, ভবিষ্যতে পাকিস্তানে সিরিজ আয়োজন নিয়ে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন উইলিয়ামসন।

তিনি বলেন, ‘আপনি সব দেশেই খেলতে চাইবেন। এটি একটি আন্তর্জাতিক খেলা এবং বিশ্বজুড়ে বিশেষ করে বিশ্বব্যাপী পাকিস্তানের অনেক সমর্থক রয়েছে।’

এর আগে সর্বশেষ ২০০৩ সালের পর পাকিস্তান সফরে গিয়েছিলো নিউজিল্যান্ড। তাই পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে মুখিয়ে ছিলো কিউইরা। উইলিয়ামসন বলেন, ‘সিরিজটি খেলার জন্য সকলেই উন্মুখ ছিল এবং আমি জানি, খেলোয়াড়রা সিরিজের দিকেই মনোযোগী ছিলো। তবে খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যখন আপনি সরকারের কাছ থেকে বার্তা পাবেন, তখন খেলোয়াড়দের কিছুই করার থাকে না।’

একটি রিপোর্ট বলছে, নিরপেক্ষ ভেন্যুতে নতুন করে সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড (এনেজেডসি)। সেই প্রস্তাব প্রত্যাখান করেছে পিসিবি।
সূত্র : বাসস

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

এ সম্পর্কিত খবর

পরিমাপে কম দেওয়ায় মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনকে জরিমানা

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা

হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যার পর ঘন কুয়াশার প্রকোপে আরব আমিরাত

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টা

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ