আজ রাতে শুরু হচ্ছে আইপিএল, মাঠে প্রবেশে কঠোর নির্দেশনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৯:১৭ || পরিবর্তিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৯:১৭

আজ রাতে শুরু হচ্ছে আইপিএল, মাঠে প্রবেশে কঠোর নির্দেশনা

প্রজন্মনিউজ ডেস্ক: স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়াচ্ছে রোববার (১৯ সেপ্টেম্বর)। সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব।

বাংলাদেশ সময় রাত আটটায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচ মাঠে বসেই উপভোগ করতে পারবে দর্শকরা। যদিও করোনাকালে এই ম্যাচ দেখতে হলে বেশ কিছু বিধি-নিষেধ রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য।

করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর দীর্ঘ দুই বছর মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এবার সংযুক্ত আরব আমিরাতে আর সেই নিষেধাজ্ঞা থাকছে না।

গেল এপ্রিলে শুরু হওয়া আইপিএলের ১৩তম আসর করোনার প্রকোপে স্থগিত হয়। দুবাই, আবু ধাবি ও শারজাহতে ২৭ দিনে বাকি ৩০টি ম্যাচ খেলা হবে। তিন ভেন্যুর জন্য আলাদা তিনটি নিয়ম রয়েছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে করোনা টেস্টের শেষ ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক রিপোর্ট আনতে হবে। পাশাপাশি দুটি কোভিড-নাইন্টিন টিকার ডোজ নেওয়ার প্রমাণপত্র নিয়ে আসতে হবে। ১২ বছর বয়সী ও তার নিচের ক্রিকেট প্রেমীদের টিকা সনদ বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে।

এদিকে আবু ধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে বাধ্যতামূলক করোনা রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে। তবে ১৬ বছরের নিচের বয়সীদের জন্য টিকা সনদ আনার প্রয়োজন নেই।

অন্যদিকে শারজা স্টেডিয়ামে নিয়ম আরও কড়া। ১৬ বছরের নিচের বয়সী কোনও দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে জন্য করোনা রিপোর্ট ও টিকার সনদ হাতে রাখতে হবে।

প্রতিটি ভেন্যুতে দর্শকদের সামাজিক দূরত্ব কঠোরভাবে মানতে বলা হয়েছে। পাশাপাশি সব সময়ই মাস্ক পরে থাকতে হবে।

এদিকে এবারের আইপিএলে বাংলাদেশ থেকে দুইজন অংশ নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান রয়েছেন রাজস্থান রয়্যালস শিবিরে।

২০২১ আইপিএলে তিন ম্যাচে ৩৮ রান ও দুই উইকেট নেন সাকিব। অন্যদিকে সাত ম্যাচে আট উইকেট তুলেন মুস্তাফিজ।

সোমবার (২০ সেপ্টেম্বর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজস্থানের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

কালোজিরা খাওয়ার পাঁচ উপকারিতা

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ