আবারো কাবুলে বোমা হামলা, নিহত ৭, আহত ৩০

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩১:৫৮

আবারো কাবুলে বোমা হামলা, নিহত ৭, আহত ৩০

প্রজন্মনিউজ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ ও কাবুলে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে আরও ৩০ জন।

শনিবার ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিস্ফোরণের সময় এসব হতাহতের ঘটনা ঘটে। বলা হচ্ছে, হতাহতদের মধ্যে তালেবান সদস্যরাও রয়েছে। খবর আল জাজিরার।

তালেবানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ পর্যন্ত কোনও পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, সম্প্রতি তালেবানের কাছ থেকে একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে আফগানিস্তানে দায়িত্বরত জাতিসংঘের কর্মীদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এছাড়াও আফগানিস্তানের নারীদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো সুরাহার কথাও বলা হয়েছে ওই চিঠিতে।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ