নতুন পারমাণবিক চুক্তিতে চীন-পাকিস্তান, অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৫:৪৬:৫৮ || পরিবর্তিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৫:৪৬:৫৮

নতুন পারমাণবিক চুক্তিতে চীন-পাকিস্তান, অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

 আন্তর্জাতিক ডেস্ক: চীন ও পাকিস্তান একটি নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে। পাক এটমিক এনার্জি কমিশন ও ঝংগুয়ান ইঞ্জিনিয়ারিং কো-অপারেশনের মধ্যে এ চুক্তি হয়েছে। এর ফলে বিশ্ব নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ভারতের বার্তাসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ভার্চুয়ালে আলোচনায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। আগামী ১০ বছর এটা বহাল থাকবে।

উক্ত চুক্তিতে বলা হয়েছে, এই দুই সংস্থা পারমাণবিক টেকনোলজি আদানপ্রদান করবে, ইউরেনিয়াম মাইনিং ও প্রক্রিয়াজাত করবে। তাছাড়া পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং চুল্লি নিয়েও রিসার্চ করবে তারা।

প্রজন্মনিউজ২৪/এন হাসান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ