নীলফামারীতে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৫৭:৪৩ || পরিবর্তিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৫৭:৪৩

নীলফামারীতে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ

সাব্বির আহমেদ,ডোমার (নীলফামারী): নীলফামারী জেলার ডোমারে  হারিয়ে যাওয়া দুই মাদ্রাসার শিশুকে অবশেষে পুলিশের প্রচেষ্টায় উদ্ধার পূর্বক নিজ পরিবারের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ।

গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডোমার রেলস্টেশন বাজার এলাকায় অপরিচিত ০২ জন শিশু কান্নাকাটি করতে দেখা যায়। এ সময়  স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ডোমার থানায় সংবাদ জানানো হয়। এর প্রেক্ষিতে জনাব মোঃ সোহেল রানা,পুলিশ পরিদর্শক, থানায় কর্তব্যরত এএসআই (নিরস্ত্র) জনাব নুরুল হুদা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ডোমার রেলস্টেশন বাজারে উপস্থিত হয়ে উক্ত শিশু ০২ জন কে উদ্ধার পূর্বক ডোমার থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।

ডোমার থানার নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্তব্যরত নারী অফিসারের হেফাজতে থাকাকালিন সময়ে শিশু ০২ জনকে জিজ্ঞাসাবাদ কালে তারা জানান, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ভাউলাগঞ্জ জামিয়া রহমানিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে লেথাপড়া করেন। তারা গত ১৫ সেপ্টেম্বর বেলা ১১.০০ ঘটিকায় উক্ত মাদ্রাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে ‌ডোমার থানাধীন চিলাহাটি রেল স্টেশনে আসেন।  পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকায় সময় সীমান্ত ট্রেনে ডোমার রেলস্টেশনে পৌঁছি‌লে টিটি তাহাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়। এমন পরিস্থিতিতে তারা কোন কিছু বুঝে উঠতে পারছিল না।

এ সময় ডোমার থানা নীলফামারী পুলিশের সহযোগিতায় উক্ত শিশুদের নিজ পরিবারের জিম্মায় প্রদান করে পুলিশ।

প্রজন্মনিউজ২৪/ মহিউদ্দিন
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ