দুটি কিডনী নষ্ট হওয়া হাজেরা বাচঁতে চায়

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩১:৩৬

দুটি কিডনী নষ্ট হওয়া হাজেরা বাচঁতে চায়

ইমরান হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রায়পুরে মহসিনের মা হাজেরা বেগম (৩৮) যার দুটি কিডনীই নষ্ঠ হয়ে গেছে। তিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি এন্ড ইউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

রোগীর  সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর দুটি কিডনিই ড্যামেজ। রোগীর  বেঁচে থাকার মাত্র ২ টি উপায় আছে। একটা হচ্ছে,  আজীবন ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হবে নয়ত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। রোগীর জন্য রেগুলার ডায়ালাইসিস অনেক কষ্টসাধ্য বিষয়। তাই সিদ্ধান্ত নিয়েছি কিডনি ট্রান্সপ্লান্ট করব।যার  খরচ প্রায় ৩৫ লাখ টাক !  রোগীর  পরিবার জানায়, কিছুদিন আগে আমার বাবা স্ট্রোক করায় আমরা প্রায় সর্বস্বান্ত। আমাদের পক্ষে ব্যায়ভার  বহন করা সম্ভব নয়।

রোগীর পরিবার চিকিৎসার ব্যায়ভার যোগানের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন।এখন  তারা এমতাবস্থায় সমাজের বিত্তশালী ও দানে আগ্রহী লোকদের সাহায্যের জন্য আহবান জানান।

রোগীর পরিবার প্রজন্ম নিউজকে জানান,রোগীর চিকিৎসা দ্রুত  যত করানো যাবে তা রোগীর বেঁচে থাকার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

সাহায্য পাঠানোর ঠিকানা
================
বিকাশঃ 01623083102
বিকাশঃ 01714439029
=====================
Dutch bangla bank
Monir TD
Account number : 7017016006903
Baburhaat branch/ Raipur, lakshmipur

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসেন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ