নোয়াখালী সোনাইমুড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:০৫:০০

নোয়াখালী সোনাইমুড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আরমান হোসাইন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শীলমুদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শহীদ মাওলানা বাড়ির আব্দুর রহিম (৫৫), ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশীদ বলেন, জমিতে থাকা পল্লি বিদ্যুতের লোহার পিলার বিদ্যুতায়িত হয়ে জমিতে থাকা পানি বিদ্যুতায়িত হয়। সন্ধ্যার দিকে আব্দুর রহিম নিজের ধানক্ষেতে নামলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মিরন আরও জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।।।

প্রজন্মনিউজ২৪/আরমান/নূর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ