কঠোর আন্দোলনে  কর্মসূচি চান বিএনপির নেতারা 

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:২০:১৪

কঠোর আন্দোলনে  কর্মসূচি চান বিএনপির নেতারা 

বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের দ্বিতীয় দিন

প্রজন্মনিউজ ডেস্কঃ বিএনপির নির্বাহী কমিটির তিন দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিনে গতকাল বুধবার যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকগণ রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে বলে মত দিয়েছেন।

সম্পাদকমণ্ডলীর নেতারা প্রায় অভিন্ন কণ্ঠে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া হবে বড় ভুল। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না। সরকারের কোনো প্রলোভনে পা দেওয়া যাবে না। পাশাপাশি দল গুছিয়ে এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান মঞ্চে উপবিষ্ট ছিলেন। দলের হাইকমান্ড নেতাদের মতামত ও পরামর্শ শোনেন।


গতকাল দ্বিতীয় দিনের বৈঠকে দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক মিলে ৯৫ জন উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষ হবে। অতঃপর স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে।
 


গতকাল বৈঠকে বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কী করা উচিত, আন্দোলনের কর্মকৌশল কী হওয়া উচিত, মাঠ পর্যায়ের সংগঠনকে আরও সক্রিয় করতে কী করা প্রয়োজন ইত্যাদি বিষয়ে নেতারা মত দেন। দ্বিতীয় দিনের বৈঠকে উপস্থিত ছিলেন—যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, আসাদুল হাবিব দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, ডা. সাখাওয়াত হাসান জীবন, মোস্তাক মিয়া, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সম্পাদকদের মধ্যে সালাহউদ্দিন আহমেদ, আ ন ম এহছানুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, মাসুদ আহমেদ তালুকদার, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আশরাফউদ্দিন উজ্জ্বল, লুত্ফুর রহমান কাজল, আনিসুজ্জামান খান বাবু, রিয়াজুল ইসলাম রিজু, জয়নাল আবেদীন, নুরে আরা সাফা, ডা. রফিকুল ইসলাম, খালেদ মাহবুব শ্যামল, এ এম এ নাজিম উদ্দিন, সোহরাব উদ্দিন, মোসাদ্দেক হোসেন বুলবুল, জিকে গউস, গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ, শেখ ফরিদ আহমেদ মানিক, আসাদুজ্জামান আজাদ, মীর সরফত আলী প্রমুখ।

 


সূত্রঃইত্তেফাক
প্রজন্মনিউজ২৪/ইমরুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ