ফিলিস্তিনের সংসদীয় নির্বাচনে হামাসের যে বিজয় দুনিয়াকে চমকে দিয়েছিল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৪:২১

ফিলিস্তিনের সংসদীয় নির্বাচনে হামাসের যে বিজয় দুনিয়াকে চমকে দিয়েছিল

প্রজন্মনিউজ ডেস্কঃ ফিলিস্তিনে ২০০৬ সালের নির্বাচনে অভাবনীয় বিজয়ের পর আল আকসা মসজিদ চত্বরে 'ডোম অফ দ্য রকে' জুম্মার নামাজের পর হামাস সমর্থকদের বিজয়োল্লাস।

গাজা পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুসালেমের ফিলিস্তিনিরা ২০০৬ সালের সংসদীয় নির্বাচনে হামাসকে জয়যুক্ত করে সারা বিশ্বকে চমকে দিয়েছিল।

ঐ নির্বাচনের ফলাফল সবাইকে যেমন অবাক করেছিল, তেমনি বিস্মিত হয়েছিল এমনকি বিজয়ী দল হামাসও।

গাজা পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিরা ২০০৬ সালের ২৫শে জানুয়ারি ভোট দেয় কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট নির্বাচনে। সেবারই প্রথমবারের মত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস অংশ নেয় ফিলিস্তিনের কোন সংসদীয় নির্বাচনে।

হাযেম বালুশা তখন গাযায় ফিলিস্তিনি সাংবাদিক। নির্বাচনের ঠিক আগে তিনি কাজ করতেন ফিলিস্তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তরের মিডিয়া অফিসে ।

বিবিসির যাক ব্রোফিকে তিনি বলেন, সেই নির্বাচনে কী দারুণ উত্তেজনা ছিল, আগ্রহ সৃষ্টির অনেক কিছু তিনি ঘটতে দেখেছিলেন।

"ওই নির্বাচনের কথা তখন সবার মুখে মুখে। সেসময় ওই নির্বাচনই ছিল সমাজে প্রধান আলোচনার বিষয়।"

তিনি ছিলেন ফিলিস্তিনের সেই তরুণ সম্প্রদায়ের একজন যাদের এর আগে কখনও ভোট দেবার সুযোগ হয়নি।
সূত্রঃ বিবিসি
প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ