তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি নিয়ে যা বললো ইরান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০১:৪৩:২২

তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি নিয়ে যা বললো ইরান

প্রজন্মনিউজ ডেস্কঃ তালেবানের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে ইরান প্রতিনিধিদল পাঠাবে কিনা তা তালেবানের আচরণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।


সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে ইরান যোগ দেবে কিনা বা তালেবান সরকারকে ইরান স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। খবর ইরনার। 


সাঈদ খাতিবজাদে বলেন, আমরা তালেবানের স্থায়ী সরকার গঠনের অপেক্ষায় রয়েছি এবং এরপর অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেব। তালেবানের আচরণ পর্যবেক্ষণ করার পরই কেবল আমরা তাদের অনুরোধ ও আমন্ত্রণে সাড়া দেয়ার বিষয়টি বিবেচনা করব।
 
 
বিষয়টি নিয়ে কথা বলার সময় এখনও আসেনি বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।
 

গত সপ্তাহে তালেবান যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাতে ইরান বা আন্তর্জাতিক সমাজের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলেও জানান খাতিবজাদে। 


তিনি বলেন, ইরান আফগানিস্তানে সকল পক্ষের উপস্থিতিতে একটি ‘অংশগ্রহণমূলক সরকার’ দেখতে চায়।


এদিকে সরকার গঠনের পর প্রথমবারের মত বিদেশি কোনো রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চপদস্থ নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ।


রোববার কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানীর সঙ্গে দীর্ঘসময়ের এক রাষ্ট্রীয় বৈঠক করেছেন তিনি। 


তালেবানের পক্ষ থেকে অন্তবর্তী সরকার ঘোষণা করার পর শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানীর হলেন সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তা যিনি হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। 

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ