ফেনীতে কালো বোরকা মোড়ানো নারীর গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০২:০২:৫৯ || পরিবর্তিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০২:০২:৫৯

ফেনীতে কালো বোরকা মোড়ানো নারীর গলিত লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীতে নাইলনের রসি দিয়ে হাত-পা বাঁধা ও কালো বোরকা দিয়ে মোড়ানো এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলের মধ্য থেকে এ গলিত লাশটি উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই নারীর শরীরের মাংস খসে গেছে। এটি ৬ থেকে ৭ মাস আগের মনে হচ্ছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর লাশ।

পল্লীবিদ্যুতের লোকজন সোমবার বিকেলে গাছের ডালপালা কাটতে গিয়ে ঝোপের মধ্যে বোরকা মোড়ানো মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ