আত্রাই নদীতে গোসল করতে নামা নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩০:১৫

আত্রাই নদীতে গোসল করতে নামা নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

প্রজন্মনিউজ ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে করতে গিয়ে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।


তারা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।

গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর আত্রাই নদীর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসল করতে নামেন। এসময় আত্রাই নদীতে স্রোত থাকায় পানিতে নামার কিছু পরেই তারা নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা নানাভাবে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেন।


সংবাদ পেয়ে রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে না পারায় উদ্ধার অভিযান বন্ধ করে ফিরে এসেছিলেন ডুবুরিরা। এরপর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আবারো অভিযান শুরু করেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে ঘাটের অদূরে পারভেজ হোসেনের এবং সোয়া ৯টার দিকে মিনি আকতার সোমার লাশ উদ্ধার করেন।


মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, আজ সকাল থেকে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

এ সম্পর্কিত খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ