মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি,তলিয়ে গেছে বাড়িঘর

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৬:০৪

মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি,তলিয়ে গেছে বাড়িঘর

মোঃ নজরুল ইসলাম রাজন(জেলা প্রতিনিধি)- উজান হতে নেমে আসা ঢলের পানিতে মুন্সিগঞ্জে বন্যার পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি।  মুন্সিগঞ্জের পদ্মা নদী দিয়ে তীব্র আকারে বইছে পানি। এতে একদিকে বৃদ্ধি পেয়েছে নদী ভাঙ্গন অন্যদিকে বন্যা দেখা দেওয়ায় নদী তীরবর্তী অঞ্চলের মানুষ চরম বিপাকে পরেছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা নদীর তীর সংলগ্ন মুন্সিগঞ্জের শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ী নিজস্ব ও মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হচ্ছে। টঙ্গিবাড়ী উপজেলার, পাচঁগাওঁ, পূর্ব হাসাইল, গারুর গাও, চৌসার, বানারী, মান্দ্রা, আটিগাওসহ প্রায় ৩০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ওই সমস্ত গ্রামের অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

এদিকে লৌহজং উপজেলার পদ্মা নদী তীরবর্তী কলমা, কনকসার, হলদিয়া, কুমারভোগ, মেদিনীমন্ডল ইউনিয়নের নিচু গ্রামে পানি ঢুকে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন বাড়িঘরে পানি প্রবেশ করছে। এদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার, পূর্ব রাখি, শিলই, বাংলাবাজার এলাকায় বেশ কিছু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। শিলই এলাকায় দীর্ঘদিন যাবৎ নদী ভাঙ্গন চলছে।

টঙ্গিবাড়ী উপজেলার মধ্য হাসাইল গ্রামের বন্যাকবলিত জামিলা বেগম বলেন, এক সপ্তাহ আগে নদীতে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ার পর এই উচুঁ জমিতে ঘর বাড়ি এনে রাখছিলাম। এখোন ৩দিন ধরে তাও পানিতে তলিয়ে আছে। একদিকে নদী ভাঙ্গন অন্যদিকে বন্যায় আমাদের পুরো নিংশ্ব করে ফেলেছে।  টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য  আব্দুল কুদ্দুস জানান, চরঞ্চলের মান্দ্রা, নগরজোয়ার, বানারী, আটিগাও, বিদুয়াইল, হাজি নোয়াদ্দা গ্রাম বর্ষার পানিতে তলিয়ে গেছে। সেই সাথে অনেক রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে । আমরা  এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা পাইনি

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় ৭০ জন এবং চৌসার এলাকায় ১০৫ জনকে আজ রবিবার ত্রান সহয়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের সরকারী সাহয্য সহযোগীতা অব্যাহত থাকবে।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান বলেন, সদর উপজেলার শিলই গ্রামের নদীর পাড় পদ্মার শাখা নদীতে কয়েক মাস ধরে ভাঙছে। এতে অনেক ঘরবাড়ি, কৃষি জমি নদীতে বিলীন হয়ে  গেছে । ওই এলাকার অনেককে ত্রাণ এবং টিন সহযোগিতা দেওয়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানাগেছ, মুন্সিগঞ্জ জেলায় বন্যার আগাম প্রস্তুতি হিসেবে জেলার ছয়টি উপজেলায় ৫ টন করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পানি উন্নায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম সরকার  বলেন. রবিবার মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে  প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
প্রজন্মনিউজ২৪/রাজন/কে.জামান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ