ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভেনিয়া বিপক্ষে ফ্রান্সের হোঁচট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩১:০৩ || পরিবর্তিত: ০২ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩১:০৩

ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভেনিয়া বিপক্ষে ফ্রান্সের হোঁচট

প্রজন্মনিউজ ডেস্ক:-দুই দলের শক্তি-সামর্থ্য স্পষ্ট। ফিফা র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ফ্রান্স। ৫২ ধাপ পিছিয়ে বসনিয়া এবং হার্জেগোভিনা। সাম্প্রতিক পারফরম্যান্সেও বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে যোজন যোজন পিছিয়ে দলটি। সব ছাপিয়ে গেছে তাদের পারফরম্যান্স। বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ গোলে ফ্রান্সকে রুখে দিয়েছে বসনিয়া।

স্তাদ দে লা মেনো স্টেডিয়ামে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে ফ্রান্স। কিছুক্ষণ পরই অঁতোয়ান গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া ফ্রান্স বাকি সময়ে পায়নি গোলের দেখা।
গোটা ম্যাচে বসনিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ে ৫৫ শতাংশ বল দখলে ছিল ফ্রান্সের।

গোলবারের উদ্দেশ্যে মোট ৯টি শট নেয় তারা, যার লক্ষ্যে ছিল ২টি। অন্যদিকে ৪৫ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের ২টি লক্ষ্যে রাখে বসনিয়া এবং হার্জেগোভিনা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই সুযোগ আসে ফ্রান্সের সামনে। চতুর্থ মিনিটে সতীর্থের থ্রু বল ধরে করিম বেনজেমার নেয়া শট ঠেকান বসিনয়ার গোলরক্ষক ইব্রাহিম সেহিক। যদিও গোল পেলেও অফসাইডের খড়গে পড়তো ফ্রান্স।

২৬তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের নেয়া শট বাধা পায় পোস্টে।

৩৫তম মিনিটে দারুণ সেভে জাল অক্ষত রাখেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। বসনিয়ার বার্সা মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের ফ্রি কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান লরিস। তবে পরের মিনিটে আর পারেননি টটেনহ্যাম হটস্পার গোলরক্ষক। ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান বসনিয়ার ইন্টার মিলান স্ট্রাইকার এডিন জেকো।

সমতায় ফিরতে সময় নেয়নি ফ্রান্সও। ৩৯তম মিনিটে এমবাপ্পের কর্নারে বল পেয়ে হেডে গোল করেন গ্রিজম্য্যান।

বিরতি থেকে ফিরে লাল কার্ডের খড়গে পড়ে ফ্রান্স। প্রতিপক্ষের একজনকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেদখেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। পরে ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এটিই ছিল ফ্রান্সের প্রথম ম্যাচ। বাছাইয়ে গত মার্চে বসনিয়ার মাঠে ১-০ গোলের জয় পেয়েছিল দিদিয়ের দেশমের দল।

৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স।
সূত্র:মানবজমিন
প্রজন্মনিউজ২৪/কে.জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ