প্রকাশিত: ২৭ অগাস্ট, ২০২১ ০৫:৫৩:২৮ || পরিবর্তিত: ২৭ অগাস্ট, ২০২১ ০৫:৫৩:২৮
কবি নজরুল
আব্দুল্যাহ আল নোমান
তোমার প্রতিমূর্তির দিকে তাকাতেই
যেন শুনি সেই আহব্বান
দীপ্ত কন্ঠের গান।
চল্ চল্ চল্
অরুণ প্রাতের তরুণ দল,
আমরা শক্তি আমরা বল।
তোমার মুখে যেন আজও শুনি সাম্যের গীতি ,
মনের কালিমা মুছে মানবের তরে
বাড়াও হৃদয়ের প্রীতি।
তোমার দু-চোখে যেন আজও
ক্রোধের আগুন জ্বলছে,
দু-চোখ যেন আজও বার বার বলছে।
উঁচু নিচু সব ব্যাবধান
করতে সমান,
শোনরে পাতিয়া কান
মোর আহব্বান।
চালা হাতুড়ি শাবল চালা
সব ভেঙ্গে চুরমার করে,
সাম্যের গলায় পরিয়ে দে
বিজয়ের মালা।
হে প্রিয় বিদ্রোহী
নিত্য শুনি তোমার বজ্র কন্ঠের গান,
হৃদয়ের লালায়িত স্বপ্নে থাকবে তুমি চির অম্লান।
যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রিজভী ও শ্রাবণ সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
ফেনীতে পুলিশী বাধা অতিক্রম করে বিএনপির বিক্ষোভ
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার-১
অনিবন্ধিত সব ক্লিনিক বন্ধের নির্দেশ
" বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে "
হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ইপিজেড নির্মানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ