১৩০ টাকার ভাড়া ৪০০ টাকা কেনো?

প্রকাশিত: ০৫ অগাস্ট, ২০২১ ০৬:৫৯:১৮

১৩০ টাকার ভাড়া ৪০০ টাকা কেনো?

উড়ির চর সন্দ্বীপের একটি ইউনিয়ন। মানুষকে সাদারণত উড়ির চর থেকে সন্দ্বীপ আসতে হয়, আবার যেতে হয়। নৌপরিবহন খোলা সত্ত্বেও কেন এত টাকা নেওয়া হয়।

এটা কোন ধরনের জুলুম, অত্যাচার তারা করছে। যখন তাদেরকে বলা হয় যে, এত টাকা নিচ্ছেন কেন, তখন তারা বলে পুলিশকে আমরা বিশ হাজার টাকা দিয়ে ঘাট চালু রাখতে হয়েছে।  বিষয়টি তদন্ত করা খুবই দরকার বলে মনে করছেন উড়ির চরের বাসিন্দারা। আমি নিজেও একটি প্রয়োজনীয় কাজে উড়ির চর গিয়েছিলাম। আমার কাছ থেকেও তারা চারশো টাকা লঞ্চ ভাড়া নিয়েছেন।

এখন কথা হচ্ছে যারা একেবারেই অসহায় তাদের কাছ থেকেও তারা একপয়সাও কম নিচ্ছে না। যখন কেউ কিছু টাকা কম দিতে চাই, তাকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

তবে জানা গেছে সুদক্ষ প্রশাসক এসিল্যান্ড সন্দ্বীপ শ্রদ্ধেয়  মুহাম্মাদ মানুন ভাই উড়িরচর-সন্দ্বীপ যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠায় ইজারাদার এবং বোটের কেরানীদের ডেকে হুশিয়ার করে   বিষয়টি সমাধান করেছেন বলে, এসিল্যান্ড মহোদয় জানিয়েছেন। দ্বিতীয়বার যদি কেউ অতিরিক্ত ভাড়া নেই সেটা জানানোর জন্যও বলেছেন তিনি।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ