ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড

দিনে ৬০০ মানুষকে ১৯ হাজার ৮০০ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২১ ০৪:২৭:৫৭

দিনে ৬০০ মানুষকে ১৯ হাজার ৮০০ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি সম্পন্ন

হেদায়েত উল্লাহ সানি, ময়মনসিংহ সদর প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ৩৩টি ওয়ার্ডে প্রতিদিন ৬০০ মানুষকে মোট ১৯ হাজার ৮০০ ডোজ গণটিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

সিটি কর্পোরেশনের এক ভার্চুয়ালি আলোচনা সভায় এ কথা জানান তিনি।

ইকরামুল হক টিটু বলেন, ‘করোনা প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর অসামান্য দক্ষতায় আমরা আরও দুই কোটি টিকা পাচ্ছি। জনগণকে সুরক্ষার স্বার্থে আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ১৯ হাজার ৮০০ ডোজ গণটিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রমকে সফল করতে হবে। আমরা সমস্যায় পড়ে শিখতে চাই না, আমরা প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে চাই।’

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ সংযুক্ত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/নূর/হেদায়েত উল্লাহ সানি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ