মালিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত, আহত ২১

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২১ ১২:২৪:৩৪

মালিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত, আহত ২১

মালির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি ট্রাকের সাথে দ্রুতগামী বাসের ধাক্কায় ২২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে  ৭ জনের অবস্থা আশংকাজনক। পরিবহন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার এ দেশের একেবারে উত্তরের বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়কে স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৯ জন নিহত এবং ২১ জন আহত হন। । আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায় শ’ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে মুখোমুখী সংঘর্ষে ২০ জন প্রাণ হারান।

প্রজন্মনিউজ২৪/সি এইচ খালেকুজ্জামান


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ